জন্মদিনে ডোনার বাবা সৌরভকে মিউজিয়াম উপহার দিলেন
কলকাতা: জামাই বলে কথা৷তাও আবার বাবা
জীবনের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়৷জন্মদিনে তো আর তাঁকে যে সে জিনিস দেওয়া যায় না৷তাই সৌরভের শ্বশুড় মশাই, ওরফে ডোনার বাবা, সঞ্জীব রায় অনেক ভেবে চিন্তেই দুর্দান্ত একটা উপহার দিলেন দেশের সর্বকালের সফল অধিনায়ককে৷সিএবি প্রেসিডেন্টকে একটা মিউজিয়াম বানিয়ে দিলেন তিনি৷
দু’দিন আগেই ৪৪-এ পা দিয়েছেন ‘দাদা’৷সেই উপলক্ষ্যেই সৌরভের বেহালার বাড়িতে সঞ্জীব বাবু বসালেন একটা মিউজিয়াম৷ভবিষ্যতে সেটির পরিধি আরও বাড়বে বলেই খবর৷তবে আপাতত সেই মিউজিয়ামে রয়েছে একটি গাড়ি, বেশ কিছু ছবি ও সৌরভের উপর লেখা কয়েকটা বই৷
১৯৯৭-এ শাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে জীবনে প্রথমবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন৷পুরস্কার হিসেবে এসেছিল ওপেল অ্যাস্ট্রা গাড়ি৷সেই গাড়িটিই কাঁচের খাঁচায় বন্দি রয়েছে এখানে৷ভবানীপুরে নেতাজী ভবনে সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়িটিও এই ভাবে সংরক্ষিত রয়েছে৷সেটা দেখেই ডোনার বাবার মাথায় এরকম একটা ভাবনা এসেছে বলেই জানা গিয়েছে৷
No comments: