Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অভ্যুত্থানকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টিও ভাবছেন তুর্কি প্রেসিডেন্ট।। এর্দোগানের বিমান আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীরা, তবে রয়ে গেছে রহস্য




অভ্যুত্থানকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টিও ভাবছেন তুর্কি প্রেসিডেন্ট।।
এর্দোগানের বিমান আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীরা, তবে রয়ে গেছে রহস্য

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। রয়টার্সের বরাত দিয়ে প্রেস টিভি এ খবর দিয়েছে।

অভ্যুত্থান চলাকালে এর্দোগান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি বিমান তাদের পিছু নিয়েছিল বলে তুরস্কের একজন সাবেক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, এর্দোগানের বিমানকেও দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু অভ্যুত্থানকারীদের বিমানগুলো এর্দোগানকে বহনকারী বিমানের রাডার ব্যবস্থা অচল করে দিতে সক্ষম হয়। অভ্যুত্থানকারীরা এর্দোগানের বিমানকে আটক করতে চেয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।

 তুরস্কের সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন, অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা এখনও তার কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। রয়টার্স সাক্ষাৎকারদাতা সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি।

আকাশে এর্দোগানের বিমান সমস্যায় পড়েছিল বলে তুরস্কের একটি সরকারি সূত্র থেকেও দাবি করা হয়েছে। #

     রাস্তায় বিক্ষোভকারীরাও অনেক মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন।

তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর এর সাথে জড়িতদের ভাইরাস বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি দেশ থেকে এই ভাইরাস সমূলে উৎপাটনের কথা বলেছেন।

দরকার হলে জড়িত সেনা কর্মকর্তাদের জন্য এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট।

তিনি বলেছেন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।

দেশটির রাজপথে বিক্ষোভকারীরাও মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন।

অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় কথা বলার সময় কেঁদে ফেলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

তুরস্কে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ৬ হাজার লোককে আটক করা হয়েছে।

তবে ইওরোপিয় ইউনিয়নের নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেছেন, অভ্যুত্থান চেষ্টা মি এরদোয়ানকে আইনের শাসন অমান্য করার কোন লাইসেন্স দেয়নি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply