২০১৪ সালের গাজা আগ্রাসনে নিহতদের ৬৩ ভাগই বেসামরিক ফিলিস্তিনি
২০১৪ সালের গাজা আগ্রাসনে নিহতদের ৬৩ ভাগই বেসামরিক ফিলিস্তিনি
২০১৪ সালের গাজা আগ্রাসনে ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের ৬৩ শতাংশই ছিল নিরীহ বেসামরিক মানুষ। একথা স্বীকার করেছে ইসরাইলেরই মানবাধিকার গোষ্ঠী বি’তসেলেম। ইহুদিবাদীবাদী ইসরাইলের ওই আগ্রাসনে ২,২০২ ফিলিস্তিনি নিহত হয়েছিল।
বি’তসেলেম’র এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের নাম দেয়া হয়েছে ‘৫০ দিন: ৫০০’র বেশি শিশু।’
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর সময় এ সব মানুষ কোনো শত্রুতামূলক বা যুদ্ধ তৎপরতায় জড়িত ছিল না।
এতে বলা হয়, ইসরাইল কেবলমাত্র লক্ষ্যবস্তুর ওপর হামলা করা এবং সামরিক আনুপাতিক হারে বলপ্রয়োগের নীতি বজায় রাখার যে দাবি করে, ব্যাপক হারে বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ায় তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকানোর জন্য ইসরাইলি সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এতে বলা হয়, ইসরাইলি হামলায় ৫০০’র বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
২০১৪ সালের জুলাই মাসের গোড়ার দিকে গাজায় আগ্রাসন শুরু করেছিল ইহুদিবাদী ইসরাইল। মিশরের রাজধানী কায়রোয় পরোক্ষ আলোচনার মাধ্যমে আগ্রাসন শুরুর ৫০ দিন পর ২৬ আগস্ট এ যুদ্ধ শেষ হয়।#
No comments: