Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » "মুজিবনগর মহিলা কলেজ"পরিদর্শনে আসেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক





 "মুজিবনগর মহিলা কলেজ"পরিদর্শনে আসেন মেহেরপুর জেলা পরিষদের  প্রশাসক
 শনিবার দুপরে ঐতিহাসিক মুজিবনগরের নারী শিক্ষার অগ্রগতির লক্ষে প্রতিষ্ঠিত প্রথম মহিলা কলেজ "মুজিবনগর মহিলা কলেজ"পরিদর্শনে আসেন মেহেরপুর জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড:মিয়াজান আলী।এ সময় তিনি বলেন শিক্ষার মানউন্নয়নে  মুজিবনগর মহিলা কলেজ এক যুগান্তকারী ভূমিকা রাখবে, তিনি আরো বলেন বিগত দিনে মুজিবনগর এলাকায় কোন মহিলা কলেজ না থাকায় মেয়েদের কে দূরদূরান্তে গিয়ে বিভিন্ন কলেজে আনেক কষ্টকরে লেখাপড়া করতে হত কিন্তু বর্তমানে একটি ঐতিহাসিক স্হানে এই মহিলা কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় মেয়েদেরকে আর কষ্টকরে দূরদুরান্তে যেতে হবে না এই কলেজে তারা শিক্ষা গ্রহন করতে পারবে এতে সময় টাকা দুই বাচঁবে এবং তারা নিশচিন্তে শিক্ষা গ্রহন করতে পারবে এতে নারী শিক্ষার মান উত্তরাত্তর বৃদ্ধি পাবে।তিনি কলেজের শিক্ষাত্রিদের শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে  আরো বলেন তিনি কলেজ উন্নয়নকাজ আরো বেগবান করবেন,জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি বদ্ধ পরিকর।তিনি বলেন এই কলেজটি মুজিবনগর উপজেলার একমাত্র নারী শিক্ষার সু উচ্চ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে।পরিশেষে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিরোধ করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে কলেজ পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
 এ সময় উপস্হিত ছিলেন কেদারগন্জ বাজার কমিটির উপদেষ্ঠামন্ডলির সদস্য বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক,উক্ত কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম,আরিফুল ইসলাম,ইকবাল রেজা,ফারুক হোসেন,রনি মন্ডল,তরিকুল ইসলাম,হাসান জামিরুল রেজা,অফিস সহকারি শরিফুল ইসলাম,সাজেদুর রহমান,আ:হামিদ,জাব্বারুল সহ কলেজের সকল ছাত্রিবৃন্দ।




 মুজিবনগর উপজেলায় মৎস্য সপ্তাহ/২০১৬

 :শনিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মৎস্য সপ্তাহ/২০১৬ উপলক্ষে মুজিবনগর  উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের ছাত্র ছাত্রিদের মৎস্য চাষের বিভিন্ন উপকারিতা মাছ চাষের প্রয়োজনিয়তা, মাছ চাষে লাভ, মাছ আমাদের পুষ্টির একটি উল্লেখযোগ্য অংশ,কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছ করে আমাদের বিশাল জনগোষ্ঠির আমিষের চাহিদা পূরণ সম্ভব,এ সম্পর্কে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা করেন মুজিবনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম।উপস্হিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আহসান হাবিব জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সহ অত্র স্কুলের শিক্ষক ও মৎস্য অফিসের সকল কর্মচারী বৃন্দ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply