লাশ হয়েই ফিরল শিশু সানজিদা
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলা করতে গিয়ে ওই নর্দমায় পড়ে যায়।
খবর পেয়ে একটি ডুবুরি দল সেখানে গিয়ে রাত ১২টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তাকে না পেয়ে আপাতত উদ্ধারকাজ স্থগতি করে।
ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিরা। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, বুধবার ওই নর্দমার পাশে তামিম নামের এক প্রতিবেশী শিশুর সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলমের মেয়ে সানজিদা। শাহ আলম ও রুবি আক্তারের চার ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট সানজিদা।
এরপর তামিম দৌড়ে এসে বাসায় সানজিদার পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। তাৎক্ষণিকভাবে কয়েকজন স্থানীয় যুবক পানিতে নেমে খোঁজ করে। এ সময় তার জুতা ভেসে ওঠে।
এরপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অভিযান চালায়। রাত ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। ফায়ার সার্ভিসের তিন ডুবুরি- মাসুদ, জাহিদুল হক ও এনামুল এ উদ্ধার তৎপরতায় অংশ নেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আবার উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘণ্টা পর সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে টেলিভিশনে এ ঘটনার খবর পেয়ে বিপুলসংখ্যক উৎসুক জনতা নর্দমার পাশে ভিড় জমায়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
আজ সকালে মরদেহ উদ্ধারের পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সানজিদার বাবা ও মা কান্নায় ভেঙে পড়েন। বার বার তারা মূর্ছা যাচ্ছিলেন।
No comments: