মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন
আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. এম এ হালিমের সভাপতিত্বে ওরিয়েন্টশনে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের এম ও সি এইচডা. রোমানা আহমেদ। ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আব্দুস সালামের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।
এবার ৪৮৯টি আউট রিচ কেন্দ্র থেকে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৬৬ হাজার ২১৬ জন শিশুকে ২ রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৪২ শিশুকে এক লাখ ইউনিট ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৭৪ শিশুকে ২লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
No comments: