জুমায় একই খুতবা অনুসরণের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
জুমায় একই খুতবা অনুসরণের আহ্বান
শুক্রবারের পবিত্র জুমার খুতবা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নির্ধারিত এ খুতবাটি দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণ করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির সঙ্গে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা পাঠানো হয়। খুতবাটি দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিশেষ বৈঠক আহবান করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়- জুমার নামাজের খুতবায় কি কি বিষয়ে আলোচনা করা হয়, সেগুলো মনিটরিং করবে সরকার। বৈঠকে শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, প্রতি শুক্রবার মসজিদে ইমামরা যে বয়ান দেন তার ধরন কি তা মনিটরিং করা হবে। ধর্মের অপব্যবহার করে যে অপকর্মগুলো ঘটানো হচ্ছে সে ব্যাপারে শুক্রবারের খুতবায় ইমামদের বলতে হবে। একদল লোক ধর্মের নামে জঙ্গি হামলা চালিয়ে প্রকারান্তরে ধর্মকেই আঘাত করছে বলে মন্তব্য করেন তিনি। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ বিজ্ঞপ্তি জারি করল।
No comments: