ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ৬ বছর আগে
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার আগে ৬ বছর সেদেশের স্বরাষ্ট্র সচিব ছিলেন টেরেসা মে। ২০১০ সালে তিনিই মুম্বইয়ের কট্টরপন্থী তাত্ত্বিক নেতা জাকির নাইকের ব্রিটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ব্রিটেনে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল নাইকের। মুম্বই থেকে বিমানে চাপার কয়েক ঘণ্টা আগে তাঁর পাঁচ বছর মেয়াদের ইউ কে ভিসা বাতিল করেন টেরেসা। কারণ হিসেবে জানান, জাকিরের ভাষণ সন্ত্রাসে উসকানি দেয়। তিনি ব্রিটেনে এলে দেশবাসীর ভালো হবে না।
No comments: