বিয়ের প্ল্যান জানিয়ে দিলেন দীপিকা
বিয়ের প্ল্যান জানিয়ে দিলেন দীপিকা
বিয়ের দিন খুব সাজবো। কিন্তু এখনই বিয়ে করছি না, জানিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। ডিজাইনার মনীশ মালহোত্রার ওয়েডিং কালেকশনের ফ্যাশান শোয়ে হাঁটলেন দীপিকা। সেখানেই সাংবাদিকদের জানালেন, এখনি বিয়ের কোনও পরিকল্পনা নেই। বাজারে খবর রটেছে রণবীরের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়ে গেছে, তিনি নাকি সন্তানসম্ভবা, সমস্ত খবরই ভুয়ো বললেন দীপিকা। শেষে অবশ্য জানিয়ে দিলেন, জীবনে বিয়ে করার ইচ্ছা সবার থাকে, তাঁরও আছে। শো–তে মনীশ মালহোত্রার তৈরি লাল–সোনালী পোষাকের উদাহরণ টেনে বললেন, বিয়েতে পরিপাটি সাজগোজের ইচ্ছা আছে তাঁর। যেদিন বিয়ে করবেন, সবাইকে বলে, ঘটা করে করবেন। দিন দুয়েক আগে ভিন ডিজেলের সঙ্গে দীপিকা অভিনীত ‘এক্স এক্স এক্স, দি রিটার্ন অফ জ্যান্ডার কেজ’–এর ট্রেলার মুক্তি পেয়েছে। কেরিয়ারের তুঙ্গে থাকা দীপিকা তাই বিয়েতে নয়, আপাতত নজর দিতে চান কাজে।
Tag: Entertainment
No comments: