গুজরাটে মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ! আহমেদাবাদ— সিংহের হামলায় আতঙ্ক
গুজরাটে মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ!
আহমেদাবাদ— সিংহের হামলায় আতঙ্ক
আহমেদাবাদ— সিংহের হামলায় আতঙ্ক গুজরাটে। একদিকে মঙ্গলবার মাঝরাতে গুজরাটের জুনাগড়ের রাস্তায় বেশ নিশ্চিন্তে ঘুরে বেড়াল বেশ কয়েকটি সিংহ। অন্যদিকে গির অরণ্য লাগোয়া একটি গ্রামে তিন সিংহের আক্রমণে আহত হলেন এক গ্রামবাসী। মঙ্গলবার রাত থেকেই সোসাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, জুনাগড়ের প্রধান রাস্তায় সপরিবারে বেশ কয়েকটি সিংহ দুলকি চালে চলেছে। ভিডিও দেখই আতঙ্ক ছড়ায়। কোথা থেকে, কিভাবে সিংহগুলি লোকালয়ে প্রবেশ করেছে, সেটি এখনও পরিষ্কার নয়। অন্যদিকে, গির অভয়ারণ্যের লাগোয়া আরমেলি জেলার একটি গ্রামে তিন সিংহের হামলায় আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার বিকেল নাগাদ, আক্রান্ত ব্যক্তি তাঁর পোষা তিনটি ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময়েই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সিংহের দল। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মার্চ থেকে এই পর্যন্ত সিংহের হামলায় তিন সাধারণ মানুষের মৃত্যু হল।
No comments: