Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্টাফ রিপোর্টার, মেহেরপুরের আলমপুর যাত্রী ছাউনি মৃত্যুকুপে পরিনত





  স্টাফ রিপোর্টার,
  মেহেরপুরের আলমপুর যাত্রী ছাউনি মৃত্যুকুপে পরিনত
  মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে যাত্রীদের বিশ্রামের জন্য নির্মিত সদর উপজেলার আলমপুর নামক স্থানের যাত্রী ছাউনি এখন মৃত্যুকুপে পরিনিত হয়েছে।  রক্ষনা-বেক্ষনের অভাবে প্লাস্টার খসে খসে পড়ছে। বিম থেকে সিমেন্ট বালি খুলে পড়ে রড বেরিয়ে গেছে। যেকোন সময় ধ্বশে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রানহানীর সম্ভবনা রয়েছে।
সরে জমিনে দেখাযায়, এই যাত্রী ছাউনিটি পরিতাক্ত্য হওয়ায়  এখানে রাখা হয় ব্যবসায়ীদের বস্তা বস্তা মালামাল। স্থানীয় সূত্রে জানাযায়, গুরুত্বপূর্ন এই যাত্রী ছাউনিটি ২৭বছর আগে সদর উপজেলা পরিষদ নির্মান করে। তার পর থেকে দেখার কেউ নেই। অযতœ অবহেলায় দীর্ঘদিন পড়ে রয়েছে। বৃষ্টির সময় পথচারিরা দৌড়াদৌড়ি করে এই ছাউনিতে গাদাগাদি করে আশ্রায় নেয়। জরাজীর্ন এই ছাউনিতে বসে কয়েকজন পথচারীতে বলতে শোনা গেছে, আল্লাহ রক্ষাকরো। ছাউনি যেন ধ্বশে না পড়ে। এমন ঝুকির মধ্যে প্রতিনিয়ত চলছে জনসাধারন। এ বিষয়ে মেহেরপুর সড়ক ও জনবিভাগকে বার বার অবগত করার পরেও কোন কাজ হচ্ছে না। ছাউনিটি সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবি করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply