মেহেরপুরে প্রতিবন্ধীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষ আইন অনুসারে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয়পত্র নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়। কয়েকদিনের মধ্যে সদর উপজেলার প্রায় সাড়ে তিন হাজার প্রতিবন্ধীকে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার মঈনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুসনে মোবারক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পরিচয়পত্র প্রত্যাশী প্রতিবন্ধীরা।
আয়োজনে সদর উপজেলা সমাজসেবা কার্যলয় মেহেরপুর। সহযোগীতায় সদর উপজেলা প্রশাসন মেহেরপুর।
শহর প্রতিনিধি// মেহেরপুরে প্রতিবন্ধীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
Tag:
No comments: