মা হতে চলেছেন গায়িকা শ্রেয়া ঘোষালও
করিনা কাপুরের মত এই নভেম্বর নাগাদ মা হতে চলেছেন গায়িকা শ্রেয়া ঘোষালও। ২০১৫ সালে তিনি বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে। এ বছর এক গানের ইভেন্টে শ্রেয়াকে দেখে সন্দেহ হয়েছিল অনেকের।
আরও পড়ুন-আরও উত্তেজক গান নিয়ে হাজির 'গ্রেট গ্র্যান্ড মস্তি' (ভিডিও)
জানা গিয়েছে, শ্রেয়া নিজেই সেই সন্দেহ নিরসন করেছেন। এখন বন্ধ রেখেছেন কোনও গানের অনুষ্ঠানের অনুরোধ। মা হওয়ার পর ধীরে ধীরে কাজ শুরু করবেন।
২০০০ সালে জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে বলিউডে গানে অভিষেক ঘটে তাঁর। সেরা মহিলা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জন্ম শ্রেয়া ঘোষালের।
No comments: