তিনদিনে ১০০ কোটির মাইলস্টোন পার ‘সুলতান’
ইদে মুক্তি পাওয়া সলমনের ছবি মানেই বিশাল সাফল্য৷ এমনটাই কথিত ভক্তকুলে৷ আর ঠিক এমনটাই দেখাও যাচ্ছে যে প্রথমে ‘বজরঙ্গি ভাইজান’ আর তারপর ‘সুলতান’, দুই ইদেই পরপর ছক্কা মারলেন ভাইজান৷
মাত্র তিন দিনেই একশো কোটির রেকর্ড পেরিয়ে গেল সলমন খানের ‘সুলতান’৷ বৃহস্পতিবার সুলতানের ঝুলিতে ওঠে ৩৭.৩০ কোটি৷ মুক্তির আগেই ছবির আগাম বুকিং-এরও এখনও পর্যন্ত সব থেকে বেশি টাকা উপার্জন করেছে এই ছবি। ইদের দিন মুক্তি পেয়েছে ‘সুলতান’, প্রথম থেকেই হাউসফুল৷ প্রথমদিন ছবির ব্যবসা ছিল ৩৬.৫৪ কোটি৷ এবং তিনদিনে তা ছাড়িয়ে গেল একশো কোটির মাইলস্টোন৷
সলমনের সব ছবি মিলিয়ে এটি দশম তম ছবি যা পা রাখল একশো কোটির ক্লাবে৷ এর আগে কোনও ক্রীড়া ভিত্তিক ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনে এত আয় করেনি৷ সুলতানের গতিবিধি দেখে বোঝাই যাচ্ছে আগামী সপ্তাহে অনায়াসেই সুলতান ছুঁয়ে ফেলবে দুশো কোটির রেকর্ড৷
এতদিন পর্যন্ত সলমনের ছবির ‘বিগেস্ট ওপেনিং’-এর কৃতিত্ব ছিল কবীর খানের ‘বজরঙ্গি’ ভাইজান ছবির দখলে৷ এবার সেই লিস্টে যোগ হলও সুলতানের নাম৷ এক্ষেত্রে শাহরুখ খানকেও টপকে গেছেন সল্লুভাই৷ সমালোচক এবং দর্শক দু’পক্ষের মতেই এই অবধি সলমনের কেরিয়ারের সেরা ছবি সুলতান৷
No comments: