চা পাতার নির্যাস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বকের মরা কোষ বেরিয়ে আসবে
জেনে নিন ত্বকের জৌলুুস বাড়াতে টি-প্যাকের জাদু
রূপে লাবণ্যে পরিপূর্ণ হতে ফেসপ্যাকের ভূমিকাকে অস্বীকার করার উপায় নেই। ট্যান দূর করতে, বলিরেখা নির্মূল করতে বা নিদেনপক্ষে ত্বকের উজ্জ্বল্য ফিরিয়ে আনতে ফেসপ্যাকে ভরসা করেন অনেকেই। ফল, দুধ, সবজি, ডাল, বেসনের পাশাপাশি ফেসপ্যাক হিসাবে টি-প্যাকও যে ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে, তা কী জানেন? এক-এক চায়ের এক-এক গুণ। চলুন জেনে নেওয়া যাক,
১) গ্রিন টি- এমনিতেই ওজন কমাতে ও রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে গ্রিন টি-এর নামডাক। এই চা পাতার নির্যাস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বকের মরা কোষ বেরিয়ে আসবে। চেহারায় ফিরে আসবে হারিয়ে যাওয়া গ্লো।
২) ওলং টি- বলিরেখা নির্মূল করতে ওলং টি বিখ্যাত। এই চায়ের প্যাক ব্ল্যাক হেডস দূর করে। ত্বকে কালো ছোপ পড়তে দেয় না। এর অ্যান্টিঅক্সিডেন্টেস ত্বক থেকে ময়লা টেনে বের করে ঝকঝকে ভাব ফিরিয়ে আনে।
No comments: