বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরামর্শ নেতা ও বুদ্ধিজীবীদের
বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে যে কোনো সময়। ইতিমধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি গঠনের কাজ শেষ করেছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হজ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগের আগেই তিনি ছাত্রদল বাদে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ শুক্রবার বলেন, কমিটি গঠনের কাজ বিএনপি চেয়ারপারসন চূড়ান্ত করে এনেছেন। এখন ঘোষণা করা শুধু সময়ের ব্যাপার।
বিএনপির স্থায়ী কমিটির পদ সংখ্যা ১৯টি। আর জাতীয় নির্বাহী কমিটির পদ সংখ্যা বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ৩৮৬টি। তবে এর আকার বাড়তে পারে বলে জানা গেছে।
দলটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে দলের নেতারা বিএনপি চেয়ারপারসনকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। এ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়েছে। আমার জানা মতে, নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগীদেরই তিনি স্থান দিচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের কয়েকজন নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নানা ইস্যুতে সাক্ষাৎ করেছেন। তারা সবাই
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান পদাধিকারবলে স্থায়ী কমিটির সদস্য। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ কমিটির সদস্য হিসেবে থাকছেন। এছাড়া বর্তমান কমিটির অন্য ১৪ জনও থাকতে পারেন নতুন কমিটিতে। ১৯ সদস্যের এ কমিটির বাকি দুটি পদের জন্য প্রত্যাশী অন্তত দেড় ডজন নেতা। এর মধ্যে কেউ কেউ ঘনিষ্ঠজনদের কাছে বলেছেন, স্থায়ী কমিটিতে জায়গা না হলে তারা রাজনীতি থেকে অবসর নেবেন।
দলের এক নেতা জানান, এসব তথ্য বিএনপি চেয়ারপারসনের কানে পৌঁছার পর তিনি রোজার ঈদের আগেই দলের স্থায়ী কমিটির এক নেতার মাধ্যমে দলের গঠনতন্ত্র অনুসারে অর্গানোগ্রাম তৈরি করিয়ে নেন। সে অনুযায়ী তিনি নির্বাহী কমিটি সাজান। কিন্তু স্থায়ী কমিটি নিয়ে বিপাকে পড়েন বিএনপি চেয়ারপারসন। যার কারণে কমিটি ঘোষণা নিয়ে বিলম্ব হয়।
সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে- এমন কয়েকজন নেতা জানান, দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি গঠনের কাজ শেষ করে এনেছেন খালেদা জিয়া। যুক্তরাজ্য সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে আসার পর কমিটি ঘোষণা করা হবে। তবে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকালে দেশে আসবেন মির্জা ফখরুল।
দলের জ্যেষ্ঠ এক নেতা জানান, সেক্ষেত্রে চলতি সপ্তাহেও বিএনপির বাকি কমিটি ঘোষণা করা হতে পারে। তিনি জানান, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে খালেদা জিয়া সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ঘোষণা করতে চান। তবে কমিটির আকার বা কাকে কোন পদে রাখা হয়েছে সে সম্পর্কে কোনো নেতাই কিছু জানাতে পারেননি।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ এক নেতা বলেন, ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে যারা জীবিত রয়েছেন, তাদের বাদ দেয়ার বিপক্ষে খালেদা জিয়া ও তারেক রহমান। স্থায়ী কমিটির যে দুই নেতা অসুস্থ, তাদের সম্মানার্থে রেখে দিতে চান তারা। তিনি জানান, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ যদি কোনো প্রতিক্রিয়া দেখায়, সেটা কমিটি ঘোষণার পরে দেখবে দলের হাইকমান্ড। অথবা স্থায়ী কমিটির দু-একটি পদ ফাঁকা রেখেই বাকি কমিটি ঘোষণা হতে পারে। নতুন জাতীয় নির্বাহী কমিটিতে দেখা যেতে পারে আরও কয়েকজন যুগ্ম-মহাসচিব। পরিবর্তন আসতে পারে সাংগঠনিক সম্পাদকসহ ঘোষিত কমিটিতেও। ইতিমধ্যে এক সাংগঠনিক ও দুই সহ-সাংগঠনিক সম্পাদক ঘোষিত পদে না থাকার কথা জানিয়েছেন খালেদা জিয়াকে।
এদিকে জ্যেষ্ঠ এক নেতা জানান, এবার খালেদা জিয়া নিজ খরচে হজে যেতে চান। কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসে সীমিত টাকা তুলতে পারেন। তাই হজে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে তা নেতাদের কাছে জানতে চেয়েছেন খালেদা জিয়া
No comments: