তার মেয়েকে বিয়ে করলেই মিলবে ১২০০ কোটি! হংকং-এর এক ব্যবসায়ী পিতা
হংকং-এর এক ব্যবসায়ী পিতা তার মেয়েকে বিয়ে করলেই মিলবে ১২০০ কোটি!
না পণ নয়... যৌতুক। যে তাঁর মেয়েকে বিয়ে করবেন, তাঁকেই ১২০০ কোটি টাকা যৌতুক দেবেন তিনি। ঠিক এই মর্মেই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন হংকং-এর এক ব্যবসায়ী পিতা। কেন জানেন?
আসলে তাঁর ৩৪ বছরের মেয়ে গিগি একজন সমকামী। আর সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর বাবা সেসিল চাও। মেয়েকে কোনও সুপুরুষের সঙ্গে বিয়ে দেওয়াতে নাছোড়বান্দা তিনি। আর তাই এমন বিজ্ঞাপন। এর আগেও একবার পুরস্কার ঘোষণা করে সুপাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায় এবার একেবারে দ্বিগুণ করে দিয়েছেন পুরস্কারের অঙ্ক।
এদিকে, মেয়েও ছেড়ে দেওয়ার পাত্রী নন। বাবার দেওয়া বিজ্ঞাপন চোখে পড়তেই খোলা চিঠি লিখেছেন বাবাকে। লিখেছেন, "আসলে সময় যে পাল্টে গেছে। বাবা সেটা কিছুতেই মানতে পারছেন না। আমি দু বছর আগেই আমার পার্টনারকে বিয়ে করেছি।"
No comments: