প্রধানমন্ত্রীর সাথে মেহেরপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. আব্দুল হালিম।
বুধবার বিকালে অনুষ্ঠিত ভিডিও কনফারান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসনের সাথে কথা বলার সময় মেহেরপুরের সিভিল সার্জন ডা. আব্দুল হালিম জেলা বাসীর পক্ষে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। তিনি জেলার উন্নয়ন সহ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনফারান্সে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীরে সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, ডিডি এলজি হেমায়েত হোসেন, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ আনছার উদ্দিন বেলালীসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
No comments: