Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢাকা ও কোলকাতার ১৩ জুলাই বুধবারের পত্রপত্রিকার খবর





  ঢাকা ও কোলকাতার ১৩ জুলাই বুধবারের পত্রপত্রিকার  খবর



ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

কক্সবাজারে বৌদ্ধভিক্ষুকে কুপিয়ে জখম-ইত্তেফাক

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ দুজন গুলিবিদ্ধ-প্রথম আলো

পবিত্র ধর্মকে হেয় করলে বরদাশত করব না: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী-মানবজমিন

কা‌শিমপুর কারাগারে শীর্ষ সন্ত্রাসী কামাল পাশার মৃত্যু- যুগান্তর

পিস স্কুলের খোঁজ নিচ্ছেন সরকার-মানবকণ্ঠ

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

সুপ্রিম রায়:‌ অরুণাচলে ফিরছে কংগ্রেস-আজকাল

তোলাবাজি বরদাস্ত নয়, কড়া সুর মমতার-আনন্দবাজার

কাশ্মীরে মৃত্যু বাড়ছে, বৈঠকে মোদি, সফর বাতিল রাজনাথের-বর্তমান

অনিন্দ্যর সঙ্গীদের ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা-সংবাদপ্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

সন্ত্রাসী হামলার ঘটনা আমাদের জন্য লজ্জাজনক: প্রধানমন্ত্রী – এ শিরোনামটি কালের কণ্ঠের

বিস্তারিত খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা আমাদের দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন এই ধরনের হামলা করা হয়েছে। এমন কাজ যারা করেছে এটি ঘৃন্য অপরাধ।

প্রথম আলোর খবর- জঙ্গিরা ‘ক্যাপটাগন’ খেয়েছিল কি না জানতে ভিসেরা পরীক্ষা

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিরা ক্যাপটাগন নামের কোনো বিশেষ ওষুধ খেয়েছিল কি না, তা জানার জন্য নিহত ৫ জঙ্গির ভিসেরা পরীক্ষা হবে। এ জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে। একই পরীক্ষার জন্য এফবিআই এবং গুজরাটের একটি প্রতিষ্ঠানও এসব জঙ্গির ভিসেরার নমুনা চেয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ গতকাল বলেন, ‘নিহত জিম্মিদের মৃতদেহ পরীক্ষা করে আমরা ধারণা করছি, রাত ১২টার পর তাঁরা কেউ আর বেঁচে ছিলেন না। ৫ জন জঙ্গির পক্ষে ২০ জন মানুষকে এভাবে খুন করা স্বাভাবিক বিষয় নয়। ১৮ থেকে ২২ বছর বয়সী ৫ জঙ্গি কোনো বিশেষ ধরনের ড্রাগ আসক্ত ছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা। এ জন্য তাদের ভিসেরা ঢাকার রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা করা হবে।’

গত বছরের নভেম্বরে ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআইএল যোদ্ধারা ক্যাপটাগন নামের একটি ওষুধ সেবন করে। এ কারণে এই ওষুধটি ‘আইএসআইএল ড্রাগ’ নামে পরিচিতি পেয়েছে। ক্যাপটাগন সেবনের কারণে আইএসের যোদ্ধারা দিনের পর দিন জেগে থাকে এবং ঠান্ডা মাথায়, কোনো রকম সহমর্মিতাবোধ ছাড়া একের পর এক মানুষ খুন করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সাবেক ডিন আ ব ম ফারুক বলেন, ক্যাপটাগন ওষুধ হচ্ছে অ্যামফেটামিন গোত্রের। এটি যারা সেবন করে, তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তিনি বলেন, ক্যাপটাগন-জাতীয় ওষুধ এ দেশে নেই। পশ্চিমা দেশগুলোতে বিগত শতাব্দীর আশির দশক থেকে এটি নিষিদ্ধ। কেবল মধ্যপ্রাচ্যের কিছু দেশে এটি সহজলভ্য।

চার বেসরকারি ভার্সিটির শতাধিক ছাত্র নিখোঁজ!-ইত্তেফাক

চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকার সন্ধান পেয়েছে একটি গোয়েন্দা সংস্থা। মাত্র তিনদিন ধরে চারটি বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য পান। তাদের নিখোঁজ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপর একটি ইংলিশ মিডিয়াম স্কুল জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে।

এদিকে বাংলাদেশ প্রতিদনের খবরে লেখা হয়েছে, চোখ মোনাস নর্থ সাউথে আরেক বাংলাদেশের হাতছানি

ঢাকার আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার চোখ এখন মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের দিকে। একই সঙ্গে ঢাকার নর্থ সাউথ, মানারাত ইন্টারন্যাশনাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, স্কলাস্টিকা, সানিডেলসহ নামিদামি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে রয়েছে সন্দেহের তীর।

ইত্তেফাকের একটি খবরের শিরেনাম: 'সরকার নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'গুলশানে রেস্তোরাঁয় বিদেশিদের হত্যাকাণ্ডের ঘটনার পর সরকার এখন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সন্ত্রাসী হামলার ঘটনা আরো ঘটতে পারে- এমন আশঙ্কা থেকেই তা মোকাবিলার কৌশল গ্রহণ করছে সরকার।'

এদিকে, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া।

কালের কণ্টের একটি খবরের শিরোনাম: 'সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দেশকে বিরাজনীতিকরণের নীল নকশার অংশ হিসেবে বর্তমান সরকার তাদের লালিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার মাধ্যমে দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।'

মানবজমিনের শিরোনাম: 'যুদ্ধাপরাধীদের নামে প্লট-ফ্ল্যাটের বরাদ্দ বাতিল'

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'যুদ্ধাপরাধীদের নামে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।' বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা প্লট পেয়েছিলেন, তারা ডেভেলপারদের দিয়ে ফ্ল্যাট বানিয়েছিলেন। আইন অনুযায়ী, ডেভেলপাররা তাদের অংশ পাবে। তবে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত ব্যক্তির নামে থাকা অংশ সরকার বাজেয়াপ্ত করবে।

যুগান্তরের খবরের শিরোনাম: সাংবাদিক ও নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন খালেদা

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময় সভা হবে।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ফের ধাক্কা খেলেন মোদী, অরুণাচলে কংগ্রেস সরকার ফেরাল সুপ্রিম কোর্ট-আনন্দবাজার

কংগ্রেস মুক্ত উত্তর-পূর্ব গড়ার লক্ষে উত্তর-পূর্বের চার মুখ্যমন্ত্রী ও ন’টি রাজনৈতিক দলের মন্ত্রী-বিধায়ক-নেতাদের নিয়ে নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা গড়ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিরাট ধাক্কা খেল বিজেপি। সুপ্রিম কোর্ট এ দিন সকালে রায় দেয়, অসাংবিধানিক উপায়ে নাবাম টুকির নেতৃত্বাধীন কংগ্রেসে হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বর্তমান পিপিএ-বিজেপি জোট সরকার। আদালত ফের নাবাম টুকির সময়কার স্থিতাবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেয়। ফলে আপাতত ক্ষমতাচ্যূত হতে চলেছেন বিজেপির সাহায্যে অরুণাচলে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী কালিখো পুল।

তোলাবাজি বরদাস্ত নয়, কড়া সুর মমতার-আনন্দবাজার

তার দ্বিতীয় ইনিংসের গোড়া থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন, সিন্ডিকেট, তোলাবাজি-সহ কোনও রকম দুর্নীতি আর বরদাস্ত করবেন না। কিন্তু তাতেও যেন বিশেষ কাজ হচ্ছিল না। প্রায় প্রতিদিনই দলের কিছু জনপ্রতিনিধি ও নেতার বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল তাঁর কাছে। আর কালক্ষেপ না করে কড়া পদক্ষেপ করলেন নেত্রী। তোলা আদায়ের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল সল্টলেক পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। স্বয়ং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই গ্রেফতার বলে দল ও প্রশাসন সূত্রের খবর।

‘ধোলাই’ দিয়ে শ্লীলতাহানির শিক্ষা দিলেন মহিলারাই-সংবাদ প্রতিদিন

প্রতিবাদ এভাবেও করা যায়৷ দেখিয়ে দিলেন কাঁকিনাড়ার রথতলা শীতলামন্দির এলাকার মহিলারা৷

দিনের পর দিন এলাকার মহিলাদের উত্ত্যক্ত করছিল বেসরকারি আয়ুর্বেদিক কলেজের চারজন ছাত্র৷ একাধিকবার বারণেও তাদের ব্যবহারে কোনও লাগাম আসেনি৷ পুলিশকে জানালেও লাভ হয়নি৷ অগত্যাই যুবকদের ‘ধোলাই’য়ের দায়িত্ব নিলেন স্থানীয় মহিলারাই৷ মঙ্গলবার ফের যখন ওই যুবকরা পথচলতি স্কুল ছাত্রী এবং মহিলাদের উত্ত্যক্ত করছিল, সেই সময় এলাকার মহিলারাই ওই চারজনকে ধরে৷ শুরু হয় ‘ধোলাই’৷ অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয় যুবকরা৷ পরে তাদের তুলে দেওয়া হল পুলিশের হাতে৷
  






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply