সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৫ বেসামরিক ব্যক্তি হতাহত
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৫ বেসামরিক ব্যক্তি হতাহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন জঙ্গি বিমান আলেপ্পোর মানবিজ শহরের উত্তর অংশে আন-নাওয়াজাহ গ্রামে বোমা বর্ষণ করলে এসব মানুষ হতাহত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে লন্ডন থেকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানিয়েছে।
গত মঙ্গল ও বুধবার মানবিজ শহরে ফরাসি এবং মার্কিন বিমান হামলায় অন্তত ১৪০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর নতুন করে এ হামলার খবর এলো।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি জঙ্গি বিমান মানবিজ শহরের উত্তর অংশে তুখান আল-কুবরা গ্রামে বোমা বর্ষণ করলে অন্তত ১২০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়। মার্কিন বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর ওই হামলা চালানো হয়। এছাড়া, গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটের আলাদা দুটি হামলায় কুর্দি অধ্যুষিত ওই শহরে অন্তত ৪৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।
আলেপ্পোতে ১৪০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিরিয়ার আসাদ বিরোধী গোষ্ঠীগুলো দেশটিতে আমেরিকা এবং তার মিত্র বাহিনীর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে সিরিয়ায় যেসব বিমান হামলা চালানো হচ্ছে তার নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আবেদন জানিয়েছে সিরিয়া সরকার।#
No comments: