চাকরি ছেড়ে অ্যালোভেরার চাষে কোটিপতি!
জয়সলমির: চাকরি করতে ভাল লাগছিল না। জয়সলমির পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরিটা ছেড়ে দিয়ে পৈতৃক পেশা চাষ আবাদে ফিরে যান হরিশ ধনদেব। শুরু করেন অ্যালোভেরার চাষ। এখন তিনি কোটিপতি। ১২০ একর জমিতে অ্যালোভেরা চাষ করে এখন তাঁর বার্ষিক আয় দেড় থেকে দু কোটি টাকা। ‘নেচারেলো অ্যাগ্রো’ নামে একটি কোম্পানি খুলেছেন ধনদেব তাঁদের ধাইসার গ্রামে। সেখান থেকে অধিকাংশ অ্যালোভেরাই কিনে নেয় রামদেবের সংস্থা পতঞ্জলি। রুক্ষ রাজস্থানে চাষ হওয়া অ্যালোভেরার গুণমান এতটাই ভাল যে দেশ–বিদেশে এর বিপুল চাহিদা। ধনদেব এখন বলছেন, চাকরি ছেড়ে ভুল করেননি। সব সময় নতুন কিছু করতে চাইতেন ধনদেব। কিন্তু চাকরি ছেড়ে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। দিল্লিতে এক কৃষি মেলা দেখে অ্যালোভেরা, আমলকি চাষের চিন্তা মাথায় আসে। মরু এলাকায় মুগ, সরষে, জোয়ার, বাজরা চাষ হয়ে থাকে। সেখানে অ্যালোভেরা চাষের চ্যালেঞ্জটা নিয়েছিলেন ধনদেব। ৮০ হাজার চারা পুঁতেছিলেন। এখন তা বেড়ে সাত লাখে দাঁড়িয়েছে। গত চার মাসে পতঞ্জলির হরিদ্বার শাখায় ১৫০ টন অ্যালোভেরার রস পাঠিয়েছেন তিনি। অ্যালোভেরার পাতা থেকে রস বার করার জন্য একটি অত্যাধুনিক মেশিন বসিয়েছেন ধনদেব।
No comments: