জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক খালেদার, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের
জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক খালেদার, প্রতিক্রিয়া বিভিন্ন মহলের
সন্ত্রাসী সংগঠন জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির জাতীয় ঐক্যের ডাককে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গুলশান হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ষ্ঠিত রপ্তানী সংক্রান্ত এক সভায় এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
সভায় তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমাদের খারাপ লাগে যারা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতার সঙ্গে লিপ্ত, যে দলের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, যে দলকে একটা মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই দলের সঙ্গে বিএনপি ঐক্য করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে।
একটা সন্ত্রাসী দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে মূলত তারা জাতির সঙ্গে তামাশা করেছে।’
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐক্যের ডাককে প্রত্যাখ্যান করে ১৪ দল কার্যত: জনমতকেই উপেক্ষা করেছে।
বুধবার রাতে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের নেতাদের সঙ্গে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
ওদিকে, রাজধানীতে আজ ভিন্ন একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে নিয়ে জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের কথা বলছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সাংস্কৃতিক আন্দোলনই রুখতে পারে সন্ত্রাস ও জঙ্গীবাদ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বুধবার যে বৈঠকে খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে নিয়ে জঙ্গি বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছেন, সেই বৈঠকে জঙ্গি প্রশিক্ষণ নেয়া ও জঙ্গির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এমন অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে প্রাতিষ্ঠানিক ও পারিবারিকভাবে সচেতন হওয়া জরুরি। সবাইকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একে প্রতিরোধ করতে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা উচিত।
তবে, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেছেন ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী হমলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ইসলামী ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে নেজামী বলেন, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কোনো স্থান নেই। এখানে আছে শান্তি আছে মানবতা। মানুষের বিপদে আপদে পাশে থাকাই হলো ইসলাম।
তিনি বলেন, আজ বলা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় নাকি জঙ্গি বানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মাদ্রাসা জঙ্গি বানিয়েছে এমন প্রমাণ কেউ দেখাতে পারেননি। আর আশা করছি পারবেনও না।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই যারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের যথার্থ শাস্তি হোক। তারা যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।#
No comments: