Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » শাহরুখের ছেড়ে দেওয়া ‘পারো’কে ধরলেন বরুণ





শাহরুখের ছেড়ে দেওয়া ‘পারো’কে ধরলেন বরুণ


 ‘‘বাবুজি নে কাহা গাঁও ছোড় দো/সব নে কাহা পারো কো ছোড় দো/পারো নে কাহা শরাব ছোড় দো/আজ তুমনে কেহ দিয়া হাওয়েলি ছোড় দো/একদিন আয়েগা জব ও কেহেঙ্গে, দুনিয়া হি ছোড় দো৷’’

৭০ মিলিমিটার স্ক্রিনও কম পড়ে গিয়েছিল এই আবেগকে ধরে রাখার জন্য৷ আপামোর শাহরুখ ভক্তদের চোখ ভিজিয়ে দিয়েছিল ‘দেবদাস’৷ ২০০২-তে শাহরখ-মাধুরী-অ্যাশের ক্রিফলা বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল৷ মাঝখানে পার হয়ে গিয়েছে ১৪টা বছর৷


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯২৮-এ প্রথমবার সিনেমার আকারে এসেছিল দেবদাস৷যদিও সেটি ছিল ‘সায়লেন্ট মুভি৷’ এরপর একাধিক ভাষায় আরও ১২ বার দেবদাস ছবিটি হয়েছে৷ সঞ্জয় লীলা বণশালীর দেবদাস ছিল হিন্দি দেবদাসের তৃতীয় সংস্করণ৷ এক যুগ পার করে দেবদাসকে আবারও ফিরে দেখলেন মাধুরী৷ তবে এবার সঙ্গে শাহরুখ ছিলেন না৷ চন্দ্রমুখীর পাশে এবার বরুণ ধাওয়ান৷


ডান্স রিয়্যালিটি শো ‘সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স’-এ এসেছিলেন বরুণ৷ তাঁর আসন্ন ছবি ‘ঢিসুম’ প্রমোট করলেন এখানে৷ পাশাপাশি মাধুরীকে নিয়েই ‘বাবুজি নে কাহা গাঁও ছোড় দো’র ডাবস্ম্যাশ করলেন বরুণ৷ এই ভিডিওটি মাধুরী টুইটারে পোস্ট করতেই ‘আসল দেবদাস’ শাহরুখ লিখলেন,‘‘ চন্দ্রু, এই ধাওয়ানদাস কিন্তু দেবদাস নয়৷ ইনি মদ্যপান করেন না,অত্যন্ত স্বাস্থ্য সচেতন৷ কিন্তু চন্দ্রু তোমার গলায় আওয়াজ নেই কেন?’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply