হঠাৎ কানে ব্যথা?
হঠাৎ বলা নেই কওয়া নেই কানে ব্যথা? কী করবেন ভেবে পাচ্ছেন না? সারা বাড়ি খুঁজে কোন ওষুধও খুঁজে পাচ্ছেন না? চিন্তার কোন কারণ নেই, কিছু ঘরোয়া উপায় জানা থাকলে সাময়িকভাবে উপকৃত হবেন। তবে মনে রাখবেন এগুলো ঘরোয়া টোটকা মাত্র। তাই যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
চলুন জেনে নেই কিছু টিপস-
কিচেন থেকে কয়েক কোয়া রসুন নিয়ে মিহি করে বেটে নিয়ে পরিষ্কার তুলোতে রসুনের পেস্ট লাগিয়ে ছোট বলের আকারে তৈরী করে নিন এরপর এই রসূনে ভরা তুলোর বল আলতো করে কানের ভেতর ঢুকিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ ব্যথা অনেকটা কমে যাবে। কিন্তু খেয়াল রাখবেন তুলোর বল যেন জোর করে কানের বেশি গভীরে ঢুকে না যায়।
কানের ব্যথার জন্য ঘরোয়া উপায়ে তৈরি রসুনের তেলও ব্যবহার করে দেখতে পারেন, ব্যথা কমানোর জন্য রসুন তেল বেশ কার্যকরী। চলুন দেখে নেই রসুন তেল বানানোর প্রণালী- পরিষ্কার একটি বাটিতে পরিমাণমতো সরিষার তেল বা নারকেল তেল নিয়ে এর মধ্যে কয়েক টুকরা রসূনের কোয়া দিয়ে ফুটতে দিন কিছুক্ষণ। যখন তেলের রঙ গাঢ় হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে তেল ঠাণ্ডা করে নিয়ে কানে দুই ফুটোতে লাগিয়ে নিন। ব্যথা অনেকটা কমে যাবে। যদি না কমে তাহলে কিছুক্ষন পর আবার কানে লাগান।
রসূনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল যার ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সাহায্য করে। এছাড়াও এটি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবেও কাজ করে এবং কানে জমে থাকা ময়লা সরিয়ে দেয়। ঠাণ্ডা লাগলে রসুনকে প্রতিষেধক হিসেবেও ব্যবহার করতে পারেন।
কানের ব্যথা কমাতে আদাও রসুনের মত কাজ করে। তাই কানের ব্যথা কমাতে এক টুকরো আদা একটু ছেঁচে নিয়ে কানে লাগান বা আদা টুকরো করে কেটে তিলের তেলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিয়ে কানে লাগান ব্যথা কমে যাবে।
অলিভ অয়েলেও কানের ব্যথা কমানোর জন্য বেশ উপযোগী। কানের ব্যথা কমাতে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল কানে দিন বা তুলোয় লাগিয়ে কানে লাগিয়ে রাখুন ব্যথা কম যাবে।
পেঁয়াজের রসও খুব তাড়াতাড়ি কানের ব্যথা উপশম করে। তাই ব্যথা কমাতে পেঁয়াজ থেকে রস বের করে নিয়ে ব্যথার জায়গায় কয়েক ফোঁটা রস লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতির পুনরাবৃত্তি করুন, ব্যথা কমে যাবে।
No comments: