মেহেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ রোপন ও বৃক্ষমেলার উদ্বোধন
মেহেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ বিভাগ এ মেলার আয়োজন করে।
শনিবার সকালে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর কৃষি সম্প্রাধারণ অথিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, জেলা আ.লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম।
বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম । বৃক্ষ মেলাটি শনিবার থেকে শুরু করে আগামী ১ আগষ্ট পর্যন্ত চলবে। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
এর আগে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শষ হয়। পরে অতিথি বৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে জেলা কৃষি সম্প্রাসারণ বিভাগের উদ্যোগে বিভিন্নি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আম ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
Tag: Zilla News
No comments: