ভারতে ফিরছেন না জাকির নায়েক।। সংবাদ সম্মেলন বাতিল
ভারতে ফিরছেন না জাকির নায়েক,
ডা. জাকির নায়েক
ভারতের মহারাষ্ট্রের ধর্ম প্রচারক ডা. জাকির নায়েকের আজ দেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি। মক্কা শরীফ থেকে আজ (সোমবার) সকালে তার মুম্বাইয়ে ফেরার কথা ছিল। মুম্বাইতে আগামীকালের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।
ভারতে তার বিরুদ্ধে যেভাবে কঠোর তদন্ত শুরু হয়েছে এবং আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে তা থেকে রক্ষা পেতে আজ তিনি ভারতে ফিরে আসার সিদ্ধান্ত বাতিল করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
সংবাদ সম্মেলন বাতিল
জাকির নায়েকের দেশে ফেরা নিয়ে সংশয় সৃষ্টি হওয়ার মধ্যে মুম্বাইয়ে তার দফতর থেকে ১২ জুলাইয়ের প্রস্তাবিত সংবাদ সম্মেলন বাতিল করার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনের নতুন তারিখ শিগগিরি জানানো হবে বলেও জাকির নায়েকের জনসংযোগ কর্মকর্তা আরিফ মালিক জানিয়েছেন।
জাকির নায়েক কী তবে তদন্ত থেকে পালাতে চাচ্ছেন- এই প্রশ্নের জবাবে আরিফ মালিক বলেন, ‘এ রকম কিছুই নয়।‘ তাহলে কী গ্রেফতার হওয়ার ভয়ে ভারতে ফিরছেন না- এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি পালাচ্ছেনও না এবং ভয়ও পাননি। তিনি নিজের পরিকল্পনা পরিবর্তন করেছেন।
জাকির নায়েকের গ্রেফতার দাবি আরএসএসের
এ দিকে, ভারতে ক্ষমতাসীন বিজেপি’র শরিক দল শিবসেনা জাকির নায়েক সৌদি আরব থেকে ভারতে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করার পাশাপাশি তার পিসটিভি নেটওয়ার্ক বন্ধ করার দাবি করেছে।
শিবসেনার দলীয় মুখপত্রে আজ সোমবার বলা হয়েছে, কেন্দ্রীয় মোদি সরকার এবং মহারাষ্ট্রের ফড়নবিস সরকারকে সাহস দেখিয়ে তার চ্যানেলের সমস্ত মেশিনারিকে নষ্ট করে দেয়া উচিত। জাকির নায়েকের কাজকর্ম জইশ-ই মুহাম্মদ প্রধান মাসুদ আজহারের সঙ্গে তুলনা করেছে শিবসেনা। তারা বলছে ঢাকায় গণহত্যার পর তার শান্তির উপদেশ দেয়ার বাস্তবতা উন্মুক্ত হয়ে গেছে। তাকে মুম্বাই হামলায় দোষী আজমল কাসবের সেলে রাখা উচিত বলেও শিবসেনার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
No comments: