যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা আসলে ধর্ম অনুসরণ করে না বলে জানিয়েছেন জনপ্রিয়
সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে এ অভিনেতাকে প্রশ্ন করা হয়।
ঈদ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে আমির বলেন, ‘যে সকল মানুষ আতংক ছড়ায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কোনো ধর্ম অনুসরণ করে না। সে মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্ট্রান কোনো ধর্মেরই নয়। আমি এমনটাই মনে করি।’
৫১ বছর বয়সি এ তারকা আরো বলেন, ‘তারা বলছে, ধর্মের জন্য তারা এ কাজ করছে। আসলে তাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্ম যদি ঠিকমতো অনুসরণ করত তাহলে খুব ভালোভাবেই জানত, ধর্ম আমাদের ভালোবাসার শিক্ষা দেয়।’
জাকির নায়েককে নিষিদ্ধ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ‘ধুম-থ্রি’ খ্যাত তারকা বলেন, ‘আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করব না। আমি যা বলতে চেয়েছি তা বলেছি।’
No comments: