লেবাননে আইএস অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা: বহু সন্ত্রাসী নিহত
লেবাননে আইএস অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা: বহু সন্ত্রাসী নিহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র যোদ্ধারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়া-লেবানন সীমান্ত এলাকায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর অপারেশন্স কমান্ড সেন্টার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানত খ্রিষ্টান অধ্যুষিত আল-কা শহরের উপকণ্ঠে দায়েশের আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। শহরটি সিরিয়া সীমান্তের কয়েক মাইলের ভেতরে অবস্থিত। যুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধারা ভারি মেশিনগান, কামান এবং রকেট লাঞ্চার ব্যবহার করেছে।
যুদ্ধে বহু দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হলেও তাদের সংখ্যা উল্লেখ করা হয় নি।
চলতি মাসের গোড়ার দিকে একই শহরের কাছে হিজবুল্লাহর গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় কুখ্যাত আবু খাত্তাব নামে পরিচিত দায়েশ কমান্ডার নিহত হয়েছিল।#
No comments: