সুমস// পরিবারেও উচিৎ ছেলে মেয়েদের সাথে বেশি বেশি সময় দেয়া---পরিমল সিংহ ডিসি,মেহেরপুর।
পরিবারেও উচিৎ ছেলে মেয়েদের সাথে বেশি বেশি সময় দেয়া---পরিমল সিংহ ডিসি,মেহেরপুর।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী মহিলা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জেলা প্রশাসক পরিমল সিংহ। তিনি আরো বলেন, পরিবারেও উচিৎ ছেলে মেয়েদের সাথে বেশি বেশি সময় দেয়া। দৃঢ় করতে হবে পারিবারিক বন্ধন। তাহলেই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়া সম্ভব। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার আরিফ-উজ-জামান, সহকারী কমিশনার (ভূমি) এস.এম জামাল আহম্মেদ। সঞ্চালনা করেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন প্রভাষক রমজান আলী, বেদারুল আলম, মনোয়ার হোসেন প্রমুখ।
Tag:
No comments: