ন্যাটো সদস্যদের সুরক্ষা দেবেন না ট্রাম্প
মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী
বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধির ব্যাপারে সম্ভাব্য রুশ প্রতিক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোকে নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গঠনতন্ত্রে বলা হয়েছে, এর সদস্যভুক্ত যেকোনো একটি দেশের ওপর হামলাকে গোটা জোটের ওপর হামলা বলে ধরা হবে এবং ওই দেশকে রক্ষায় বাকি সব দেশকে এগিয়ে আসতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মূলত এই চেতনার বিরুদ্ধে কথা বললেন।
এর আগে গত সপ্তাহে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেছিলেন, পশ্চিমা সামরিক মিত্রদের প্রতি ওয়াশিংটন প্রয়োজনের চেয়ে অনেক বেশি সহায়তা করছে। অবশ্য দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো জোটের কার্যকর ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।#
No comments: