সিরিয়ায় মর্টার হামলায় ৮ বেসামরিক ব্যক্তি নিহত
সিরিয়ায় সন্ত্রাসীদের মর্টার হামলায় ৮ বেসামরিক ব্যক্তি নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের ছুঁড়া মর্টার হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আজ (সোমবার) চালানো এ হামলায় ৮০ জনেরও বেশী ব্যক্তি আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু বলে জানায় সংবাদ মাধ্যমটি।
গত (শুক্রবার) তাকফিরি দায়েশ আলেপ্পো প্রদেশের আল -ফুরকান এবং আল- সুকান এলাকায় কয়েক দফা রকেট নিক্ষেপ করলে নারী এবং শিশুসহ অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়।এছাড়া, এসব হামলায় আহত হয় আরো ১৪০ জন।
২০১১ সালে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার এক বছর পর আলেপ্পো প্রদেশটির এক অংশ সরকারি বাহিনী এবং অন্য অংশ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করে আসছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরিয়ার সরকারি সেনাবাহিনী ঘোষিত ৭২ ঘন্টার একতরফা যুদ্ধ-বিরতির মধ্যেই সন্ত্রাসীরা এ হামলা চালায়।সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া সংঘর্ষে এ পর্যন্ত ৪ লাখেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে।#
No comments: