কাশ্মীর নিয়ে বৈঠকে মোদী, বিদেশ সফর বাতিল রাজনাথের
কাশ্মীর নিয়ে বৈঠকে মোদী, বিদেশ সফর বাতিল রাজনাথের
উপত্যকায় সংকট কাটাতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফ্রিকা সফর থেকে ফিরেই মঙ্গলবার সকালে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহক পর্রীকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে আফ্রিকা সফরে গিয়েছিলেন ডোভাল। এ দিন সকালেই তিনি রাজনাথের সঙ্গে দেখা করে পরিস্থিতি নিয়ে কথা বলেন। পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে রাজনাথ তাঁর আগামী সপ্তাহের আমেরিকা সফরও বাতিল করেছেন।
জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল উপত্যকায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তারক্ষী এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৮০০ জন আহত হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী গত চার দিনে গোটা উপত্যকায় প্রায় ৫০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোটা রাজ্যের প্রায় বেশির ভাগ অংশেই মোবাইল এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। লুঠ হয়েছে মোট ৪০টি আগ্নেয়াস্ত্র এবং কয়েক’শো রাউন্ড গুলি। উপত্যকার ১০টি জেলায় জারি রয়েছে কার্ফু।
এই সংক্রান্ত খবর
কাশ্মীর নিয়ে নওয়াজও সরব, সুর চড়াল ভারত
ইতিমধ্যেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কূটনীতির সুর কড়া করেছে পাকিস্তান। প্রতিবেশী দেশের কৌশল বুঝে আসরে নেমে পড়ে ভারতও। সমস্ত রাজনৈতিক দলকে পাশে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চতাইছে কেন্দ্র। এ ব্যাপারে আগেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কথা বলেছেন রাজনাথ। কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা যথাক্রমে মল্লিকার্জুন খড়্গে ও গুলাম নবি আজাদের সঙ্গেও তাঁর কথা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সব দলই।
বুরহানের মৃত্যুর জেরে কাশ্মীরে নতুন করে অশান্তির কোনও খবর এ দিন সকাল পর্যন্ত পাওয়া যায়নি। এর মধ্যেই এ দিন ফের অমরনাথ যাত্রা শুরু হয়েছে। অমরনাথের উদ্দেশে রওনা হয়েছেন জম্মুর ক্যাম্পে আটকে পড়া তীর্থযাত্রীরা। তবে, নতুন করে উপত্যকায় আরও সেনা মোতায়েন করা হচ্ছে বলে সূত্রের খবর।
No comments: