সিঙ্গাপুরে চার বাংলাদেশির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মে মাসে তাদের দোষী সাব্যস্ত করে আদালত
বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে অর্থ সংগ্রহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিঙ্গাপুরে চারজন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
বার্তা সংস্থা এএফপি এবং সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দলনেতা রহমান মিজানুরকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া অপর দুইজন যাদের এই দলের কোষাধ্যক্ষ বলা হচ্ছে, তাদের আড়াই বছর করে এবং চতুর্থজনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে মে মাসে তাদের দোষী সাব্যস্ত করে আদালত।
গত বছরের শেষে সিঙ্গাপুরে গ্রেপ্তার ২৭ জন বাংলাদেশির কয়েকজন
তবে, তাদের সঙ্গে অভিযুক্ত আরো দুই বাংলাদেশি অপরাধ স্বীকার না করায় তাদের দোষী সাব্যস্ত করা হয়নি।
রায় ঘোষণার সময় জেলা জজ কেসলার সোহ বলেন, জঙ্গিবাদ কেবল সিঙ্গাপুরের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি বড় ঝুঁকি।এক্ষেত্রে দোষীদের কঠোর শাস্তি দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
দেশটির নতুন সন্ত্রাসবিরোধী আইনে প্রথমবারের মত কারো সাজা দেয়া হলো।
আদালতের নথিপত্রের মাধ্যমে জানা যায়, জঙ্গি কর্মকাণ্ডে সহায়তার জন্য এই চারজন কয়েক হাজার মার্কিন ডলার সংগ্রহ ও তা সরবরাহ করেছিলেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের কাছে বোমা তৈরি ও স্নাইপার রাইফেল চালানোর নির্দেশিকা পাওয়া গেছে
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক হবার সময় এদের কাছে বোমা তৈরি এবং স্নাইপার রাইফেল চালানোর নির্দেশিকা এবং বাংলাদেশের সরকারি ও সেনা কর্মকর্তাদের একটি তালিকা পাওয়া যায়।
ধারণা করা হয়, তালিকাটি পরবর্তী হামলার টার্গেট হিসেবে ব্যবহৃত হত।
গত বছরের শেষদিকে সিঙ্গাপুরে ২৭ জন বাংলাদেশিকে গ্রপ্তার করা হয়, যাদের পরে বহিষ্কার করা হয়।
এর মধ্যে একজন চুরির অভিযোগে এবং বাকি ২৬ জনকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ থেকে যাওয়া কর্মীরা মূলত সিঙ্গাপুরের আবাসন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
No comments: