ফিরতে চলেছে কোহিনুর!
প্রাচীন ভারতের এই সম্পত্তি এখন ব্রিটেনের রানীর মুকুটে শোভিত রয়েছে
১০৮ ক্যারেটের বিরল হীরে কোহিনুর দেশে ফিরিয়ে নিয়ে আসতে ফের উদ্যোগী হল কেন্দ্র। প্রাচীন ভারতের এই সম্পত্তি এখন ব্রিটেনের রানীর মুকুটে শোভিত রয়েছে। বিভিন্ন সংবাদসংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী এই বিষয়ে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রাজধানী দিল্লিতে। জানা গিয়েছে ৪৫ মিনিটের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা, কেন্দ্রীয় সচিব পিকে সিং সহ অন্যান্য ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা প্রসূত এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কোহিনুর ভারতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে ব্রিটেনের সঙ্গে কথা বলা। নিঃশর্তে ব্রিটেনের থেকে কোহিনুর দেশে ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্র।
এর আগে ২০১০ সালে কোহিনুর প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, “ব্রিটেন কোহিনুর ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হলে একসময় ব্রিটিশ মিউজিয়াম সম্পূর্ণ খালি হয়ে যাবে।” চলতি বছরের এপ্রিল থেকে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোহিনুর দেশের মাটিতে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে।
No comments: