সিরিয়ার সরকারি বাহিনী শুক্রবার দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হারিরা’র নিয়ন্ত্রণ গ্রহণ করেছ। রাজধানী দামেস্কের কাছে ওয়াদি বারাদা অঞ্চলে শহরটি অবস্থিত। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চলমান যুদ্ধে সিরিয় বাহিনীর অব্যাহত অগ্রাভিযানের অংশ হিসেবে হারিরা’র নিয়ন্ত্রণ করে সরকারি বাহিনী।
বৃহস্পতিবার বিকাল থেকে সিরিয় সরকারি বাহিনী এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর যোদ্ধারা দামেস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় তাকফিরিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
ওয়াদি বারাদা এলাকার কয়েকটি শহর এবং গ্রামে আন নুসরা এবং আহরার আশ শামের সন্ত্রাসীদের উপস্থিতি বজায় রয়েছে।#
No comments: