নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আদালত আজ এক সমন জারি করেছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যের অভিযোগে গতবছর দায়েরকৃত একটি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজ (সোমবার) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।
এ মামলায় আগামি ২৫ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন।
এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।
বেগম জিয়ার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
এ ছাড়া, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরে আরো একটি মানহানি মামলা দায়ের করা হয়।
এ দিকে রাজধানীর পল্লবী থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিএনপির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর আদালত।
সোমবার মামলাটি আমলে এনে অভিযুক্তদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালত।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
২০১৫ সালের জানুয়ারি মাসে পল্লবী থানা এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।#
No comments: