রাজধানীর মিরপুরের কমার্স কলেজের পেছনে ঢাকনাবিহীন ম্যানহোলে চার বছরের এক শিশু পড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
শিশুটির নাম জুনায়েদ হোসেন সাব্বির। তার বাবা আমির হোসেন একজন লেগুনা চালক। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তারা রূপালী হাউজিং ৩ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় ভাড়া থাকে।
মিরপুর শাহ আলী থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।
এসআই শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে একটি শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। শিশুটি ম্যানহোলে পড়ে গেছে পরিবারের লোকজন জানিয়েছে।তবে বাচ্চাটি ম্যানহোলেই পড়েছে কিনা তা নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের ৫জন ডুবুরি কাজ করছেন।
No comments: