Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাঘের আক্রমণের একটি ভিডিও বেরিয়েছে।। ভারতে গরুর মাংস খাওয়ার সন্দেহে দলিত বাড়িতে হামলা





    বাঘের আক্রমণের একটি ভিডিও বেরিয়েছে।।
 ভারতে গরুর মাংস খাওয়ার সন্দেহে দলিত বাড়িতে হামলা


গোমাংস খাওয়া নিয়ে ভারতে এরকম একাধিক ঘটনা ঘটেছে

ভারতের কর্নাটক রাজ্যের একটি 'দলিত' বা নিম্নবর্ণের হিন্দু পরিবার গরুর মাংস খেয়েছে - এই সন্দেহে তাদের ওপর আক্রমণ চালিয়েছে বজরঙ্গ দল নামে একটি হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠী ।

কর্নাটক রাজ্যের চিকমাগালুরে এ ঘটনা ঘটে। সপ্তাহখানেক আগে এ ঘটনাটি আজই জানা গেছে।

খবরে বলা হয়, বজরঙ্গ দল নামে দক্ষিণপন্থী গোষ্ঠীটির প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য এই আক্রমণ চালায়। এতে পরিবারটির তিন জন সদস্য গুরুতর আহত হয় বলে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে।

কর্নাটক সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামে একটি সংগঠন এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে ছাড়া পেয়ে গেছে।

গত মাসে ভারতের গুজরাট রাজ্যের উনা শহরে স্বঘোষিত 'গো-রক্ষক' গোষ্ঠীর লোকেরা চারজন দলিত সম্প্রদায়ের ট্যানারি শ্রমিককে প্রকাশ্যে মারধর করে।

গত বছর উত্তর প্রদেশে একটি মুসলিম পরিবারে গরুর মাংস খাওয়া এবং রাখা হয়েছে, এ গুজব ছড়ানোর পর এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে।

ক্রুদ্ধ একদল লোক মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে ওই বাড়ি থেকে টেনে বের করে এনে হত্যা করে। বেজিংএর সাফারি পার্কে বাঘের হাতে মহিলার মৃত্যু

    বাঘের আক্রমণের একটি ভিডিও বেরিয়েছে

চীনের রাজধানী বেজিংএ একটি বন্যপ্রাণী-উদ্যানে বাঘের আক্রমণে একজন মহিলা নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাদালিং নামে এই উদ্যানটিতে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে অনেকটা খোলামেলা পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন।

কিন্তু এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন মহিলা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ান এবং তার পরই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়।

এ ঘটনা দেখে আরেক মহিলা তাকে উদ্ধার করতে লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসর পর আরেকটি বাঘ তাকেও আক্রমণে করে। দ্বিতীয় মহিলাটি বাঘের হাতে নিহত হন।

পার্কের নিরাপত্তারক্ষীরা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা মহিলাটিকে বাঁচাতে পারেন নি।

অপর মহিলাটি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আক্রান্ত দুই মহিলার সাথে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন, তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হন নি।

পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেন নি, তবে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply