রানি এলিজাবেথের আমন্ত্রণ গ্রহণ, মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী থেরিজা মে
রানি এলিজাবেথের আমন্ত্রণ গ্রহণ, মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী থেরিজা মে
মার্গারেট থ্যাচারের পর থেরিজা মে। দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। বুধবারই রানি এলিজাবেথ ডেকে পাঠিয়ে থেরিজাকে নতুন সরকার গড়ার আমন্ত্রণ জানান। সেই প্রস্তাব গ্রহণ করেছেন থেরিজা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোনোর পর যে চ্যালেঞ্জের সামনে পড়েছে ব্রিটেন, তা মোকাবিলা করাই তাঁর প্রধান কাজ। জানিয়েছেন থেরিজা মে।
মার্গারেট থ্যাচারের সঙ্গে থেরিজা মে-র মিল অনেকটাই। অর্থনীতির কঠিন সময়ে দেশের রাশ ধরেছিলেন মার্গারেট থ্যাচার। তিনিই ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নিজেদের বিচ্ছিন্ন করার পর যখন রাজনৈতিক সঙ্কটের মুখে ব্রিটেন, তখনই প্রধানমন্ত্রীর আসনে আরও একজন মহিলা। থেরিজা মে।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ক্যামেরনের, ইস্তফাপত্র গ্রহণ করলেন রানি
ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরোনোর পর একাধিক সঙ্কটের সামনে ব্রিটেন। রয়েছে অর্থনৈতিক সঙ্কটের চ্যালেঞ্জ। এর ওপর ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় স্কটল্যান্ড। এই অবস্থায় দাঁড়িয়ে ব্রিটেনের অখণ্ডতার কথা শোনা গেল নতুন প্রধানমন্ত্রীর গলায়, "দেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মোকাবিলা করাই আমাদের প্রধান কাজ। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অখণ্ডতা নয়। মানুষের ঐক্যের জন্যও কাজ করবে সরকার"।
No comments: