প্রথম বিশ্বযুদ্ধের আর্মেনিয়দের হত্যাকে ‘গণহত্যা’ বলল জার্মানি; রাষ্ট্রদূত ডেকে পাঠাল আঙ্কারা
জার্মান পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়
প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় বাহিনীর হাতে আর্মেনিয় নাগরিকদের ব্যাপক হারে হত্যাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছে জার্মান পার্লামেন্ট। তুরস্কের আহ্বান প্রত্যাখ্যান করে আজ (বৃহস্পতিবার) ওই পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে একথা বলা হয়েছে। জার্মান চ্যান্সেলল অ্যাঙ্গেলা মার্কেল এ সংক্রান্ত ভোটাভুটিতে উপস্থিত না থাকলেও পার্লামেন্টের সবগুলো দল এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে জানা গেছে।
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বার্লিনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতকে আঙ্কারায় ডেকে পাঠিয়েছেন। এ ছাড়া তুর্কি উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস জার্মান পার্লামেন্টের এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেছেন।
আর্মেনিয়া দাবি করে, ১৯১৫ সালে তৎকালীন তুর্কি ওসমানীয় বাহিনীর পাশবিকতায় ১৫ লাখ মানুষ নিহত হয়। তবে তুরস্ক বলছে, নিহতদের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম এবং তা কোনো অবস্থায়ই ‘গণহত্যা’ ছিল না। আঙ্কারা আরো বলছে, ওসমানীয় সাম্রাজ্যের পতনের সময়কার সহিংসতায় বহু তুর্কি বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।
আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড নালবান্দিয়ান বলেছেন, আর্মেনিয় জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যাকে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে জার্মান পার্লামেন্টের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্রান্স ও রাশিয়াসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ এ পর্যন্ত ১৯১৫ সালের ওই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে।#
No comments: