ইন্দোনেশিয়া রাতে কাঁপল সুমাত্রা, কম্পনের মাত্রা ৬.৫
ইন্দোনেশিয়া রাতে কাঁপল সুমাত্রা, কম্পনের মাত্রা ৬.৫
জাকার্তা আবারও কেঁপে উঠল ইন্দোনেশিয়া৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫৷ জানা গিয়েছে, মাটি থেকে ৭৩ কিমি গভীরে ভূকম্পের উৎসস্থল৷ প্রথম কম্পন অনুভূত হয় সুমাত্রা থেকে ৮৭ কিমি দক্ষিণে৷
বুধবার স্থানীয় সময় রাত ১০ টা বেজে ৫৬ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে৷ দক্ষিণ সুমাত্রা সহ তার আশে-পাশের অঞ্চল৷ ক্ষয়-ক্ষতি তেমন না হলেও আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন অধিবাসীরা৷ প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রকারের সুনামির সতর্কতা জাড়ি করা হয়নি বলেও জানা গিয়েছে৷ তবে সব রকমের বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে৷
No comments: