উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি: চীনা প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি: চীনা প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং (বামে) এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রি সু-ইয়ং সম্প্রতি চীন সফরে গেলে দ্বিপক্ষীয় শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে জিনপিং এই গুরুত্বারোপ করেন।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক রিপোর্টে জানিয়েছে, উত্তর কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ংকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের যথেষ্ট গুরুত্ব রয়েছে বেইজিংয়ের কাছে। এ সময় উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা দু দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি গত মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলনের বিষয়েও প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করেন।
No comments: