‘ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাকৃতিক বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর দিয়ে প্রবাহিত ‘সেন’ নদীর পানি গত তিন দশকের মধ্যে বিপদসীমার সবচেয়ে উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যাকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ‘প্রাকৃতিক বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার সেন নদীর পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ মিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলে প্যারিসের নীচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং লুভর যাদুঘর বন্ধ করে দিতে হয়েছে। এ ছাড়া, প্যারিসের বেশ কিছু সড়ক বন্যার পানিতে ভেসে গেছে।
১৮৭৩ সালের পর থেকে মে মাসে প্যারিসে এত বেশি বৃষ্টিপাতের রেকর্ড নেই। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে ফ্রান্সের মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী প্যারিসের লোকজনকে সেন নদীর তীর থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে এটির পানি আরো এক মিটার বাড়তে পারে।#
No comments: