গুলবর্গায় গণহত্যার ঘটনায় ৩৬ জনকে রেহাই: অসন্তোষ জাকিয়া জাফরির
জাকিয়া জাফরি
অন্যদিকে, ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছেন বিশেষ আদালতের বিচারপতি পি বি দেশাই। এদের মধ্যে ১১ জনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। আগামী ৫ জুন দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।
এদিকে, ৩৬ জনকে খালাস দেয়ার ঘটনায় আফসোস প্রকাশ করেছেন দাঙ্গাকারীদের হাতে নিহত সাবেক প্রবীণ সংসদ সদস্য এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।
আজ (বৃহস্পতিবার) আহমেদাবাদের বিশেষ আদালত এ সংক্রান্ত এক রায়ে ২৪ জনকে দোষী সাব্যস্ত এবং ৩৬ জনকে বেকসুর খালাস দেয়।
রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে জাকিয়া জাফরি (৭৭) বলেন, ‘অভিযুক্ত ৩৬ জনকে খালাস দেয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আমার খুব আফসোস হচ্ছে যে ৩৬ জনকে রেহাই দেয়া হয়েছে। এ পর্যন্ত আমি আমার লড়াই চালিয়েছি। ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘আমি অর্ধেক বিচার পেয়েছি। এ লড়াই জারি রাখা হবে। ১৪ বছর পর আদালতের সিদ্ধান্ত এসেছে। ১৫ বছর আরো সময় লাগবে। এই রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে যাওয়া হবে।’
২০০২-এর ২৮ ফেব্রুয়ারি কয়েক হাজার উন্মত্ত জনতা মুসলিম অধ্যুষিত গুলবার্গ সোসাইটি আবাসনে আগুন ধরিয়ে দিলে প্রাণ হারান সাবেক কংগ্রেস সংসদ সদস্য এহসান জাফরিসহ ৬৯ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এই মামলায় ২০১০ সালে অন্যদের পাশাপাশি গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। যদিও বিশেষ তদন্ত টিমের রিপোর্টে তাকে ক্লিন চিট দেয়া হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর গুলবর্গা সোসাইটি হত্যা মামলার শুনানি শেষ হয়। এর প্রায় আট মাস বাদে আজ ওই মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারপতি পি বি দেশাই।
আদালত যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছে তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অতুল বৈদ্য, হরেশ ভাটসহ তাদের একাধিক নেতা রয়েছেন। যদিও খালাসপ্রাপ্তদের মধ্যে বিজেপি কর্পোরেটর বিপিন প্যাটেলসহ অন্যরা রয়েছেন।#
No comments: