নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যার্থ হয়েছে--ডঃ বদিউল আলম মজুমদার,সুজনের সাধারণ সম্পাদক
। আজ সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, এ নির্বাচন কখনই গ্রহণযোগ্য হয়নি। কারণ নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা ও মনোনয়ন বানিজ্য হয়েছে। এখন জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেড়েছে’ প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরো বলেন, এই নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে সুজনের সাধারণ সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের উপর দায় চাপাতে চাচ্ছেন। কোন অজুহাতই হালে পানি পায় না। তারা সাংবিধানিক পদে থেকে সুষ্ঠু নির্বাচন করতে ব্যার্থ হয়েছেন
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও নারীনেত্রী নুরজাহান বেগমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
No comments: