Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » খোকন// মেহেরপুরে “এসো শান্তির পৃথিবী গড়ি”শীর্ষক আলোচনা সভা






মেহেরপুরে “এসো শান্তির পৃথিবী গড়ি”শীর্ষক আলোচনা সভা


  মেহেরপুরে আই,পি,ওয়াই,জি -(ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ) সদর উপজেলা সুবিদপুর শাখার উদ্যোগে ‘‘এসো শান্তির পৃথিবী গড়ি’’ এই স্লোগানে তারুন্য শান্তির অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবসর প্রাপ্ত প্রধান সহকারী শিক্ষক মঈনউদ্দিন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষকনেতা ওচণএ -(ইন্টারন্যাশনাল পীস ইয়ুথ গ্রুপ) এর এম্বাসেডর মেহেরপুরের কৃতি সন্তান মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওচণএ- এর মেহেরপুর জেলা শাখার মহাসচিব মিয়ারুল ইসলাম, ওচণএ- এর পরিচালক ইসরাইল হোসেন, সহকারী পরিচালক আজমল হোসেন মিল্টু, আব্দুর রউফ বিশ্বাস, পৌর কলেজের প্রভাষক সৌরভ, আনছারুল ইসলাম, স্বপন আলী, শেখ সাঈদ আহম্মেদ, আনিসুর রহমান, ক্যানাডি, আবুল কালাম, এ্যাড. সাদ্দাম প্রমূখ। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আকতারুজ্জামান  সামছুল আলম,  মোমিনুল ইসলাম, উজ্জল হোসেন শামীম রেজা , নরুল ইসলাম, মহাসিন আলীসজ প্রায় ৫ শতাধিক তরুণ যুবক, ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীরা ।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, তরুণদের সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই মন্ত্রে দিক্ষিত হয়ে তরুণ সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গরিব দুঃখী কৃষকেরা অতি কষ্টার্জিত অর্থ তার সন্তানদের লেখাপড়ার জন্য ব্যয় করেন। কিন্তু পরিতাপের বিষয় তার সন্তানটি মেধাবী ও সকল যোগ্যতার অধিকারী হওয়া সত্বেও চাকরি পাচ্ছে না। ফলে এসব অসহায় দরিদ্রদের জীবন মান পরিবর্তন ঘটছে না এবং মেধা ও যুব শক্তির অবচয় ঘটছে। তিনি মানুষের জীবনমান পরিবর্তনেও তরুণদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।
 সভা শেষে  সংগঠনের পক্ষ থেকে শান্তির পৃথিবী গড়ার লক্ষ্যে ১০ দফা দাবীতে গণ স্বাক্ষর গ্রহন করা হয়।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply