বাড়ির আশ পাশ থেকে বিড়াল কুকুরের কান্নাপ শব্দ ভেসে আসলে বাড়ির বয়োজ্যেষ্ঠরা উদ্বিগ্ন হন৷ অনেক সময় বলতে থাকেন- ওই লক্ষ্মীছাড়াদের এখান থেকে তাড়া তো৷ এরা অমঙ্গলের বার্তা নিয়ে আসে৷ আবাক হওয়ার কিছু নেই এদের এই সংস্কারের পিছনেও লুকিয়ে রয়েছে নাকি বৈজ্ঞানিক যুক্তি ৷ বিজ্ঞান বলে থাকে প্রাকৃতিক বিপর্যয়ের আগে আবহাওয়া ও পরিণ্ডলের যে পরিবর্তন হয়ে থাকে সেটা সবার আগে বুঝতে পারে পশু পাখিরাই৷ তাই নাকি ওরা আতঙ্কে কান্না শুরু করে দেয়৷ আর বাড়ির কাছে কোনও কুকুর বিড়ালের ক্রন্দন শুনলে সেই বিপর্যয়ের আতঙ্ক গ্রাস করে অনেকেই তাই এমন অভিব্যক্তি৷
No comments: