মেহেরপুর শিক্ষার মান উন্নয়নে ইন্টারফেস সভা অনুষ্ঠিত
শিক্ষার মান উন্নয়ন, সামাজিক জবাবদিহিতা, সচ্ছতা ও জন অংশ গ্রহণ বৃদ্ধিতে মেহেরপুরে কমিউনিটি স্কোর কার্ড ইন্টারফেস সভা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান-এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযান-এর কার্যক্রম ব্যবস্থাপক রেহেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন কার্যক্রম ব্যবস্থাপক আবিদা সুলতানা। সভায় স্বাগত বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। সভার মাধ্যমে ১০টি সুচকে বিদ্যালয়ের পরিবেশসহ শিক্ষা কার্যক্রম, প্রতিবন্ধিদের বিদ্যালয়ের ভর্তি, খানা পরিদর্শন, শ্রেনী কক্ষে পাঠদান আকর্ষনীয়, পরিবর্তনে এসএমসি, শিক্ষক, অভিভাবক, ওয়াচ গ্রুপ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
No comments: