বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, ফরিদপুরে প্রাণ গেল দু জনের
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, ফরিদপুরে প্রাণ গেল দু জনের
ট্রাকের ধাক্কার দুমড়েমুচড়ে যাওয়া বাস
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়া ফরিদপুরের মধুখালীতে দুটি ট্রাকের সংঘর্ষে দু জন প্রাণ হারিয়েছেন।
শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, দিনাজপুরগামী রেখা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পরে আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক সরিয়ে ফেললে আবার যান চলাচল শুরু হয়।
এদিকে, শুক্রবার ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- একটি ট্রাকের চালক মোশাররফ হোসেন (৫৫) ও সহকারী মো. আপেল (৪৫)। দুজনের বাড়ি নরসিংদীর বেলাব এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মধুখালীর মাঝিবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল টিনবোঝাই একটি ট্রাক। ওই সময় নরসিংদী থেকে মাগুরা অভিমুখী হাঁস বহনকারী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে আঘাত করে। এতে চলন্ত ট্রাকের চালক মো. মোশাররফ হোসেন ও সহকারী মো. আপেল নিহত হন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরি
No comments: