Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ডলফিন কিভাবে ঘুমায়?





  ডলফিন কিভাবে ঘুমায়?


প্রাণীরা কী আদৌ ঘুমোয়! সমীক্ষা বলছে প্রাণীরা মানুষের থেকে অনেক কম ঘুমোয়৷ তারা মানুষের মতো নিশ্চিন্তে ঘুমোতে পারে না৷কারণ তাদের মৃত্যু ভয় সবসময় তাড়া করে বেড়ায়৷কখন কে বা কারা তাকে মারার চেষ্টা করবে, এই ভেবে তারা আতঙ্কিত থাকে বেশিরভাগ সময়৷

জানা যায় ডলফিন যখন ঘুমোয় তখন তার মস্তিস্কের একটা দিক যেমন ঘুমোয় তখন আর একটা দিক জেগে থাকে৷ডলফিনের এই ঘুমকে একটি বিশেষ নামে অভিহিত করা হয় তার নাম ইউনিহেমিসফেরিক স্লিপ৷ যেসব প্রাণীদের মস্তিষ্কের কাজ অন্যদের থেকে এগিয়ে তাদের ঘুমের বিশেষত্ব হল তারা যখন ঘুমোয় তখন তাদের একটা চোখ খোলা ও অন্যটা বন্ধ থাকে৷তাই সাঁতার কাটতেও সুবিধা হয়। এমনকি তারা যখন ঘুমিয়ে থাকে তখন শত্রুদের হাত থেকে নিজেদের বাঁচাতেও সাহায্য করে তাদের এই বিশেষ ঘুম যা অন্যদের ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে৷

জিরাফরা অবশ্য দু’ঘণ্টা ঘুমোয়৷তাদের শত্রুদের থেকে বাঁচার একমাত্র উপায় তাদের গতি৷ তারা ঘন্টায় ৩৫ মাইল দৌড়তে পারে৷এটাই তাদের অস্ত্র৷তবে বাচ্চার জন্ম দেওয়ার পর জিরাফরা একদমই ঘুমোয় না৷পাতিহাঁসরা যখন তাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুমোয়, তখন তারা আবার একটা চোখ খোলা রেখে ঘুমোয়৷







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply